ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

ঢাবি ‘খ’ ইউনিটে ৮৩ শতাংশ ফেল

প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘বি’ ইউনিটে পাসের হার ১৬.৮৯ শতাংশ। অর্থাৎ এই ইউনিটে ফেলের হার ৮৩ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।


উল্লেখ্য, গত ২ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


এ বছর ‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৬৪০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৭ হাজার ১২ জন শিক্ষার্থী পাস করেছেন। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ।

ads

Our Facebook Page